রবিপক্ষ–২
রবীন্দ্রনাথকে নিয়ে ঘরোয়া কথা

১) রবীন্দ্রপূজা

সারাবছর কী করি কে জানে
পরনিন্দা পরচর্চায় খই ভাজ!
খুবই ভালো মানুষ আমরা
রবীন্দ্রপূজায় মেতেছি আজ।

অদ্ভুত এই দেশ!
যদিও নিয়মিত পান করে সাধারণের রক্ত
শাসকও আজ প্রচারে বিজ্ঞাপনে
লোকদেখানো রবীন্দ্রভক্ত!

২) রবির সংজ্ঞা

যেখানেই অন্যায় অত্যাচার
রবীন্দ্রনাথ রুখে দাঁড়ান কেন
আমি শুধু ভাবি।
এই বেলাশেষে উত্তর পেয়েছি খুঁজে
অন্যায়ের বিরুদ্ধে মানবতার পক্ষে
যিনি রব তোলেন তিনিই তো রবি!

তাহলে কি রব থেকেই রবি?

৩) জ্যোতির্ময়

আমাদের আকাশে রবি
আমাদের মাটিতে রবি
আমাদের কিবা ভয়
আমরা দুর্বার দুর্জয়
আমাদের পাশে দুই জ্যোতির্ময়!