বয়সের বেলা পড়ে এলেও দ্বিপ্রহরে যখন মান্ধারী বাজারে শিবমন্দির পুকুর পারে সুসজ্জিত উল্টোরথ
দেখি তখন পুরানো স্মৃতি মনে পড়ে!

রথের মেলার রহস্য
তমাল সাহা

তোমার সঙ্গে
রথের মেলায় যাচ্ছি কেন বলো?
রথ দেখা কলা বেচা
তোমাকে ছোঁয়া একই সঙ্গে হলো!

রথ মানেই
একটু শ্রাবণ, একটু বৃষ্টিধারা
তোমার চোখেমুখে জলবিন্দু
চেহারা মনোহরা।

রথ মানেই পাঁপড় ভাজা
তোমার হাতে কিনে দিলাম তমাল গাছের চারা।
তুমি বলো.
এই গাছ তো বড় হবেই, ছায়া পাবে কারা?

রথ মানে এতো নিশ্চিত আবার হবে দেখা
তোমার মুখে দেখি রহস্যের ছবি আঁকা।
তুমি বলো, এটা তুমি জানলে কি করে?
আরে বোকা!
উল্টোরথ তো এজন্যই আসে ঘুরে ফিরে।

রথের কাছি মোটা রশি পাকে পাকে বাঁধে।
আমি যদি কৃষ্ণ হই, তুমি জয় রাধে!