রটে যায় কুমির দেখা গিয়েছে, কাছে গিয়ে দেখে সেটি গাগরোল!

অবতক খবর,১৫ জুন: ঘাটাল থানার রঞ্জপুর গ্রামে এক ব্যাক্তির বাড়ির সামনে হঠাৎ একটি কুমিরের মতো আকৃতি জন্তু দেখতে পায়। তার পরে হুলুস্থূলুস পড়ে যায় কমিটি দেখতে। রটে যায় কুমির পাওয়া গেছে গৃহস্থের বাড়িতে। খবর দেয়া হল বনদপ্তরে।

বন দপ্তরের ওয়াইল্ডলাইফ রেস্কিউ টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে কুমির নয়, ১০ ফুট লম্বা একটি গাগরোল। বাগরোল টি কে উদ্ধার করে বনদপ্তর এর কর্মীরা।

বনদপ্তর টিমের তরফে মলয় ঘোষ বলেন, গাগরোলটি গর্ভবতী। ওই গাগরোলটিকে সাবধানে চন্দ্রকোনা থানার প্রকৃতি নিলয় পার্কে জলাশয় ছেড়ে দেওয়া হয়েছে।

প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষায় ওই প্রাণীর গুরুত্ব আছে। এরা মশার লার্ভা খেয়ে মশার বংশ কমাতে সাহায্য করে বলে মলয় বাবু বলেন।