অবতক খবর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রক্ষাকবচ পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই। ততদিন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত স্বস্তিতে ভাঙড়ের বিধায়ক।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।

ডোমকল ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে গত বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন ওই মহিলা। তবে তিনি নির্যাতিতা মহিলা এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। জানান, তদন্তাধীন বিষয়, কোনও মন্তব্য করবেন না। মহিলার গোপন জবানবন্দির জেরে আরও বিপাকে পড়তে পারেন আইএসএফ বিধায়ক। এই কারণে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। রক্ষাকবচ পাওয়াতে আপাতত স্বস্তি নওশাদ সিদ্দিকি।