অবতক খবর,২৯ আগস্ট: জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলেন গ্রামীণ স্বাস্থ্য পরিসেবকরা।

তারা রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের রাজানগর মোড় সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেন।

এই রক্তদান শিবিরে দফরপুর অঞ্চল ও রানীনগর থেকে পুরুষ ও মহিলারা সকলেই রক্তদান শিবিরে রক্তদানে অংশগ্রহণ করেন।প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন।

যাহাতে জঙ্গীপুর মহকুমা হসপিটালে কিছুটা রক্ত সংকট মেটানো যায়।
তাই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই রক্তদান শিবিরে ভিড় জমান বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসে এই রক্তদান শিবিরে রক্ত দিতে। রক্তদাতাদের রক্ত দেওয়ার পর উৎসাহিত করার জন্য একটি মোমেন্টো ও সার্টিফিকেট তাদের হাতে উৎসর্গ করেন।

বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে এই মহামারী করোনা কালে, তাই জঙ্গিপুর হসপিটাল কথায় মাথা রেখে মুহুর্ষ রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন এবার গ্রামীণ স্বাস্থ্য পরিসেবকরা। এই মহতীকাজকে সাধুবাদ জানালেন সকলেই।