অবতক খবর , মালদহ :     করোনা আবহে একরকম থমকে গেছে রক্তদান শিবির। চরম সংকটে মালদা জেলা সদর হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক। রক্ত সংকটের ফলে রোগীরা ও দুর্ভোগে পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, রক্তদাতা নিয়ে এলে তবেই রোগীকে দেওয়া হবে রক্ত। কিন্তু সেটা যে সমস্যার স্থায়ী সমাধান নয়, সে বিষয়ে সকলে অবগত। ব্লাড ব্যাংক এর তরফে রক্তদানের জন্যও আবেদন করছেন।

রক্তের সংকট সামনে আসতেই রক্তদান শিবিরে উদ্যোগী হল এক স্বেচ্ছাসেবী সংস্থা “মালদা ব্লাড আর্মি।” রবিবার মালদা ব্লাড ব্যাংকে সহযোগিতায় ওই স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে ৩০ জন রক্তদান করেন। হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের তিনটি ঘরে রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

‘‘রক্তদান মানবিক কর্তব্য। তাই মালদা ব্লাড আর্মির যোদ্ধারা হাসপাতালে রক্তের অভাব ঘুচাতে চলে আসে।’’