অবতক খবর :: চুঁচুড়া ::    রক্তদানে সামিল এবার সাংবাদিকরা । করোনা মহামারীর শুরুর দিকে যখন চারিদিকে রক্তের আকাল চলছিলো তখনই প্রেস ক্লাব অফ হুগলীর পক্ষ থেকে রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়ে ছিল । কিন্তু অনেকদূর এগিয়েও সরকারি বিধিনিষেধের থাকায় সেই উদ্যোগ স্থগিত করতে হয় । পরবর্তী কালে নিষেধাজ্ঞা শিথিল হতেই হুগলীর সাংবাদিকরা আবার সক্রিয় হয়ে ওঠেন । অবশেষে শনিবার জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি মেলে ।

চুঁচুড়া খাদিনা মোড়ে অবস্থিত একটি লজে সামাজিক দূরত্ব মেনেই এদিন সংবাদ মাধ্যের প্রতিনিধিরা রক্তদান করেন। মোট ৪১ জনের রক্ত সংগ্রহ করে চুঁচুড়া ব্লাড ব্যাঙ্ক । এই শিবিরে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে গোলাপ ফুল এবং মাস্ক তুলে দেওয়া হয় ।রক্তদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসনের কর্তাদের দেখা যায় ।

এই শিবিরে বিভিন্ন সময়ে আসেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত , স্থানীয় বিধায়ক অসিত মজুমদার , সাংসদ লকেট চট্টোপাধ্যায় , গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার । ছিলেন ব্যান্ডেল জি আর পি র অফিসার ইনচার্জ মহাবীর বেড়া ।