যেমন দেখছি তেমন লিখছি
তমাল সাহা

১) পরিচয়

মোর নাম এই বলে খ্যাত হোক
আমি ধর্ষণ উপত্যকার লোক!

২) রক্তমাখা হাত

কার হাতে রক্ত লেগে নেই?
কার হাত সাফসুতরো
শাসক কবে জনমিত্র!

ইতিহাস না পড়লেও
আমরা সকলেই জানি–
শাসক মাত্রই ঘাতক-খুনি।

৩) বিপ্লবী বুলি

আমি আয়নায়
নিজের মুখ দেখে আঁতকে উঠি
আমার রাজনৈতিক বিপ্লবী বুলি

নিজের দেশে লাশ মাড়াই
অন্য দেশের গণহত্যায় বিরুদ্ধ স্বর তুলি

৪) সমানুপাতী

ঘটনা যত দূরে
আমাদের তত বেশি প্রতিবাদী স্বর
আমরা সংকীর্ণ জাতিক হবো কেন
আমরা আন্তর্জাতিক
আমরা গড়ি নকল বুঁদির গড়!

৫) হারামিত্ব

মণিপুরে বন কেটে সাফ করো
তাড়াও কুকি—
এসো দল বেঁধে রুখি

বঙ্গপুরে তাড়াও আদিবাসী
খনিজ তোলো–
কাঁদে দেউচা পচামি

এদিক ওদিক দুদিকেই ঘাতক
বলো, কে বেশি হারামি?