অবতক খবর,৮ জুলাই: দেশজুড়ে চলছে পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ। বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে পথে নামছেন।এর প্রতিবাদে রাজ্য তথা দেশজুড়ে চলছে মিছিল,মিটিং,সভা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে,প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কর্মীদের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি গ্ৰহণ করতে হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে।

সেই নির্দেশানুযায়ী কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত দাস(বাপি)-এর নেতৃত্বে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁচরাপাড়া গান্ধীমোড় থেকে বাগমোড় পর্যন্ত সাইকেল মিছিলের আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে। তাতে পেট্রোল কিনে যানবাহন চালানো সাধারণ মধ্যবিত্তের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক। আর এই করোনা কাল এবং লকডাউনে যেভাবে রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তার ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। সেই কারণেই আমরা আজ এই সাইকেল মিছিল বের করে এর প্রতিবাদ জানাচ্ছি।