অবতক খবর,৫ আগস্ট,মালদা:-এক যুবককে বেধড়ক মারধর করে টাকা এবং সোনার আংটি ছিনতাই। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে ইংলিশবাজার থানার কদমতলা এলাকায়।
জানা গেছে, আক্রান্ত যুবকের নাম সৌরভ হালদার। বাড়ি ইংরেজবাজার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরাটুলি এলাকায়।
আক্রান্ত যুবকের অভিযোগ, প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই বন্ধু মিলে কদমতলা এলাকায় আড্ডা মারছিলেন। ঠিক সেই সময় ১০ থেকে ১২ জন যুবক এসে তাদের কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে তারা রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এরপর তার কাছে থাকা সোনার আংটি এবং কিছু টাকা নিয়ে পালিয়ে যায় শাহিল শেখ, ইফতার সেখ সহ বেশ কয়েকজন। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।