HomeABTAK EXCLUSIVEযুদ্ধ / তমাল সাহা

যুদ্ধ / তমাল সাহা

পৃথিবী আর মানুষ পরস্পরের পরিপূরক। মাধ্যাকর্ষণে মানুষকে টেনে রাখতে চায় পৃথিবী। মানুষও পৃথিবীকে নিজের করে পেতে চায়। কেউ তার কাছ থেকে পৃথিবীকে কেড়ে নিতে চাইলেই মানুষ যুদ্ধবান হয়ে পড়ে।

যুদ্ধ
তমাল সাহা

যুদ্ধ শেষ হয়না কোনোদিন
আজীবন চলে যুদ্ধ।
প্রেম ও প্রতিবাদ চিরকালীন–
একটি লড়াই শেষ হলে
আরেকটি যুদ্ধে আমরা অবরুদ্ধ।

প্রতিবাদেই আমাদের প্রেম
তুমি আমি মিছিলে হাঁটি
ভালোবাসাও হাঁটে।
আমাদের জীবন চরৈবেতি
প্রেম ও প্রতিবাদের উষ্ণ আঁচে
মৃত্যু নয়, এভাবেই আমাদের
দ্বৈত সত্তা বাঁচে।

রণাঙ্গন থেকে ফিরতে চাইনা আমি
তোমাকে চাই, চাই প্রতিনিয়ত যুদ্ধ।
তোমার আঁখিপল্লব, পেলব অবয়ব
সঙ্গী হোক আমার
আমি হতে চাই প্রবুদ্ধ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments