আজ তাহলে একটু রসিক হই
মনরে! তুই তো আমার সই
তোর লগে একটু মনের কথা কই

ম-য়ে ম-য়ে মন
তমাল সাহা

রাগ ভাঙলে মন
অনুরাগে পড়ে।
মনের ভিতর মন
রে ভোলা মন তখন
জড়াজড়ি করে।

ঘর নির্জন
মনে মনে দুইজন
দ্যাখ আপনেই
কাছাকাছি আসে
কী ঘটাস রে মন
তুই তো দেখি সর্বনেশে!

প্রেম জানে না রসিক কালাচাঁদ
ঘুইরা পড়ে মন!
কোথায় যে আছে
কোন ধন
জানোরে মন,
তুমিই গিরি গোবর্ধন!

মাস্ক দিয়া
মুখ ঢাকলি রে মন
মন ঢাকবি কি দিয়া
মন যে আমার চঞ্চল বড়
ছুঁইতে চায় তোর হিয়া!

রঙ্গ ছেড়ে
আয় মন সঙ্গ করি
মিলন সুখ ঘন করি
কানে তুলা দে রে মন
যা বলে বলুক মনিষজন!