অবতক খবর, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের মাধব ডাঙ্গা ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালভার্ট নির্মাণ (২০১৮-১৯) হয়েছে, কিন্তু তা নামেই মাত্র। দীর্ঘ কয়েক বছর ধরে ওই জায়গায় কালভার্টের দাবি জানিয়ে আসছেন তা পূরন হয়েছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই কালভার্টের মাটি সড়ে যায়।

স্কুল পডুয়া  সহ এলাকার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই কালভার্টটি যাতায়াতের একমাত্র সম্বল। কয়েক মাস আগে এই কালভার্টটি নির্মাণ করেন। কিন্তু নির্মাণ করার পড়েই কালভার্টের মাটি সড়ে যায়। স্থানীয় যুবকরা বলেন, “গ্রামের অসুস্থ কোনো ব্যক্তির চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হলে নিশ্চয়যানে নিয়ে যাওয়া সম্ভব নয়।”

স্থানীয়দের আশঙ্কা, যে কোনও সময় গর্তে গাড়ি পড়ে বড় সড় বিপদ ঘটতে পারে। ‘কালভার্ট ভেঙে যাওয়ায় গাড়ি নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তা এখন খুবই সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। ফলে স্কুলের ছোট ছেলেমেয়েদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তারা গ্রামপঞ্চায়েতকে এই অসুবিধা কথা বলেন, কিন্তু তার সুরাহাড মিলেনি।