অবতক খবর,২৯ জুলাইঃ মোহনবাগান ক্লাবের ১১ জন ফুটবলারকেই মুক্তি সংগ্রামী আখ্যা দেওয়া যায়। মোহনবাগান ক্লাব শুধুমাত্র বাংলা ও বাঙালির কাছেই নয় দেশের মানুষের কাছে একটা আবেগ। লন্ডন মিউজিয়ামে জি ক্লাসিফাইড ডকুমেন্টস রাখা আছে। সবাই মিলে উদ্যোগ নিয়ে যদি এই জি ক্লাসিফাইড ডকুমেন্টস টা কলকাতায় আনানো যায় তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে মোহনবাগান ক্লাবের ভূমিকা সহ একাধিক বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে এদিন জানালেন অতীন ঘোষ।

পাশাপাশি মোহনবাগান দিবসে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমানে বাংলার তথা বাঙালির প্রাণের খেলা ফুটবলের মান আন্তর্জাতিক স্তরে অনেকটাই নেমে গিয়েছে। আন্তর্জাতিক ফুটবল রেটিংয়ে ভারতের স্থান অনেক নিম্নে হওয়ার জন্য শ্বেত প্রকাশ করলেন অতীন বাবু।

বাগুইআটি মেরিনার্স ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান দিবস উদযাপন করা হলো বাগুইআটি VIP সংলগ্ন 44 বাসস্ট্যান্ডের পাশে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সী, প্রাক্তন ফুটবলার বিভাস ঘোষ এছাড়াও ক্লাব কতৃপক্ষ সহ অনেকে। নাচ, গান, গানের তালে ফুটবল নাচানোও হয়।