অবতক খবর,৩ আগস্ট: বিভিন্ন সময় বিভিন্ন সাধারণ মানুষের মোবাইল হারিয়ে গেলে তারা বিভিন্নভাবে হয়রানি শিকার হন।

আর এই মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় সাধারণ মানুষকে সাহায্য করবার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবার একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল হারিয়ে যাওয়া,চুরি বা দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়া মোবাইলের জন্য একটি হেল্পলাইন চালু করা হলো আজ মঙ্গলবার।

এখন মোবাইল চুরির ঘটনায় সাধারণ মানুষকে আর থানায় গিয়ে অভিযোগ করতে হবে না।

পুলিশের পক্ষ থেকে চালু করা 8509454673 এই নাম্বারে যোগাযোগ করে সাধারণ মানুষ তাদের মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনার অভিযোগ সরাসরি থানায় জানাতে পারবেন।

আজ সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য জানান জেলার পুলিশ সুপার রাহুল দে। সাধারণ মানুষকে সাহায্য করবার উদ্দেশ্যে জেলা পুলিশের এই নবতম উদ্যোগকে সত্যিই প্রশংসনীয় বলে মনে করছে তথ্য অভিজ্ঞ মহল।