মোটর বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করে দিলো পুলিশ।

অবতক খবর, উত্তর দিনাজপু : মোটর বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করে দিলো পুলিশ। ওই চক্রের পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হলো তাদের কাছ থেকে বেশ কয়েকটি চোরাই মোটর বাইক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের রবিবার ইসলামপুর আদালতে পাঠানো হয়। যাদের নাম কৃষ্ণা দেবনাথ, ফিরোজ আলম, রফিকুল ইসলাম, শরিয়াত আলী এবং প্রফুল্ল সিংহ। বাড়ি যথাক্রমে ইসলামপুর মহকুমার করণদিঘি ও ইসলামপুর থানা এলাকার মাটি কুন্ডা, পাত্রী ভিটা, ইসলামপুর এবং আলতাপুর এলাকায়।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, ওই চুরি চক্রের প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য দের খোঁজ পাওয়া যায়।ধীরে ধীরে একের পর এক তাদেরকেও গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মোটরবাইক। এরা দীর্ঘদিন ধরেই এই চক্রের সঙ্গে যুক্ত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে ইসলামপুর মহাকুমার জুড়ে একের পর এক বাইক চুরি যায়। বাইক চালকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নামে পুলিশ। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি করে এবং হানা দিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। ছোটদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি চোরাই মোটর বাইক ।এই চক্রটি বাইক চুরি করে মাতিকুন্ডা এলাকায় বিক্রি করতে যায় বলেও জানা গেছে এবং এই চক্রের মূল পান্ডাকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তবে এই বাইক চুরি ও পাচার চক্রের একটা বড় অংশ বিহারে রয়েছে কিনা এবং চক্রটি আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা নিয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে,হাসপাতালে কিংবা রেল স্টেশনে বাইক রেখে চালকরা একটু আড়াল হলেই অনেক ক্ষেত্রেই উধাও হয়ে যায় বাইক।কিংবা বাড়ির গ্রিল কেটে অথবা শো রুমের থেকেও ঘটেছে বাইক চুরির ঘটনা।