মে দিবসের‌ গান/তমাল সাহা

মে দিবসের‌ গান
তমাল সাহা

কে ধরেছে এই আকাশ
বাতাস বয়ে আনে কার গান?
জামার আস্তিন ভেজা শ্রমের ঘাম।
ও হো পার্সনস ও স্পাইজ
ও হো পার্সনস ও স্পাইজ।

কারখানার চিমনিতে ওড়ে পতাকা
বন্দরে ভিড়েছে জাহাজ
চেতনায় আকীর্ণ সাইরেন আওয়াজ।
ও হো এঞ্জেল ও ফিশার
ও হো এঞ্জেল ও ফিশার।

সুন্দর মানুষের মিছিল
শান্তিপ্রিয় মানুষের মিছিল
শ্রমজীবী মানুষের মিছিল
রৌদ্রের মুখ হাসিমাখা
কাঁধে কাঁধে লাল পতাকা।
ও হো মে-ডে সকাল
ও হো মে-ডে সকাল।