অবতক খবর,১২ মার্চ,নদীয়া:- চাকদা তথা দেশের গর্ব ঝুলন গোস্বামী ৷গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিলেন চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী নিউজিল্যান্ডে ইনিংস এর 50 তম ওভারের প্রথম বলে তার ইয়র্কারে যখন বিপক্ষ উইকেট কিপার কিটি মাটিনের স্টাম্প ছিটকে যায় তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ঝুলনের ভক্তরা কারণ চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী স্পর্শ করেছেন মেয়েদের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট এর কীর্তি৷

মেয়েদের বিশ্বকাপে 30 ম্যাচে 39 ক্রিকেট নিয়েছেন চাকদা এক্সপ্রেস অন্যদিকে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোন কুড়ি ম্যাচে 39 উইকেট নিয়েছেন আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরীক্ষা ভারতের এখানে ঝুলন আরও একটি উইকেট পেলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট এর মালকিন হয়ে যাবেন চাকদার তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী৷
2005 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেন ঝুলন চলতি বিশ্বকাপ তার পঞ্চম প্রতিযোগিতা ৷ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট এর অধিকারী চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীর৷