মেয়েদের কপালে চুম্বন আঁকি / তমাল সাহা

ইস্কুল খুলছে ৩ ফেব্রুয়ারি।
সরকার পড়ুয়াদের আন্দোলনের কাছে পরাজিত‌। লড়াইয়ের বিকল্প কিছু নেই, তা প্রমাণিত।
কাঁচরাপাড়ার লড়াকু কিশোরী মেয়েরা জিতে গেল।

মেয়েদের কপালে চুম্বন আঁকি
তমাল সাহা

আমার মেয়েরা জিতেছে।
এই ছোট্ট জনপদ এবং
অন্যান্য শহরতলির মেয়েরা জিতেছে।
আমার বুকের কাছে মেয়েরা এসে দাঁড়িয়েছে
আমি দেখতে পাচ্ছি সেই লড়াকু মুখগুলি।

আমার মেয়েরা বাগমোড়ে দাঁড়িয়ে
তাদের কথা সোচ্চারে বুক বাজিয়ে বলেছে–
আমরা স্কুল চাই, আমরা স্কুলে যেতে চাই
ক্লাসরুম আমাদের কাছে ভালোবাসার
ক্লাসরুম আমাদের প্রিয়।
হে শাসক!
স্পষ্ট একথা আমাদের কাছে জেনে নিও।
তাদের কথা শুনেছে বাগমোড়ে দাঁড়িয়ে
সেই মহীয়সী বীরাঙ্গনা রানি রাসমণি।

আমার মেয়েরা
প্রজাতন্ত্র দিবসের দিন মিছিল করেছে
শিক্ষার অধিকারে।
আমার মেয়েরা
ঐতিহ্যবাহী মজদুর স্টেশনে পথসভা করেছে—
এখানেই চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়কদের সংবর্ধনা দেওয়া হয়েছিল একদিন।

আমার মেয়েদের কপালে চুম্বন আঁকছি আমি।

আমার মেয়েরা জিতেছে—
স্কুল খুলছে
রাষ্ট্রকে হারিয়ে দিয়েছে আমার মেয়েরা!