কার্তিক গুহ :: অবতক খবর :: ৩জানুয়ারি :: পশ্চিম মেদিনীপুর :: অখন্ড মেদিনীপুরের একটি ঐতিহ্যবাহী ও গর্বের সংস্থা হলো মেদিনীপুর সমন্বয় সংস্থা l ২০১১ সালের ২০ আগষ্ট যাত্রা শুরু করেছিল মেদিনীপুর সমন্বয় সংস্থা।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠাতা সম্পাদক অবিভক্ত জেলার কৃতিসন্তান বিশিষ্ট গণিতজ্ঞ অধ্যাপক প্রনবেশ জানার নেতৃত্বে ঐতিহাসিক মেদিনীপুরের মনীষীদের ও বিপ্লবীদের জন্ম মৃত্যু দিবস পালন সহ নানা কর্মকান্ডে নিয়োজিত রয়েছে সমন্বয় সংস্থা।

প্রাথমিকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় চালু করতে সরকারের দৃষ্টি গোচর করে উল্লেখযোগ্য ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই সংস্থা। কলকাতায় বিভিন্ন কাজে আসা মানুষ জনের নিরাপদে সল্পমূল্যে থাকার জন্যে কলকাতার ৭ বি, বলরাম ঘোষ স্ট্রিটে ‘মেদিনীপুর ভবন ‘গড়ে তোলা সহ বহুবিধ সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে সমন্বয় সংস্থা।

এই সংস্থার অষ্টম বার্ষিক সাধারণ সভা  ১৫ ডিসেম্বর ,২০১৯ এ কলকাতার বীরেন্দ্র হলে অনুষ্ঠিত হয় । এই সভায় ৬১ জনের এক কার্যকরী কমিটি গঠিত হয়।