অবতক খবর, সংবাদদাতা, নরেশ ভকত, বাঁকুড়া ::  মেজিয়া থানার অন্তর্গত মেজিয়া শালতোড়া রাজ্য সড়কের মোহনা মোড় এলাকায় দীর্ঘ কয়েকদিনই চাঁদা তোলা নিয়ে অভিযোগ উঠছিলো।পরিবহনকারী ছোট, বড় ও মাঝারি গাড়ি আটক করে কয়েকজন যুবক বেশ কিছু দিন ধরে অবৈধ ভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে চাঁদা তুলছিলো। অবৈধ ভাবে চাঁদার তোলার অভিযোগ গাড়ি চালকরা মেজিয়া থানায় মৌখিক ভাবে জানান। গাড়ি চালকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মেজিয়া থানার পুলিশ।

তদন্তে নেমে সোমবার গভীর রাতে মোহনা মোড় এলাকায় অভিযান চালায় মেজিয়া থানার পুলিশ। পুলিশের অভিযানে চাঁদা তোলার অভিযোগে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই মোহনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চাঁদা তোলার ঘটনায় আরো কেও জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে মেজিয়া থানার পুলিশ। অভিযুক্তদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে।