অবতক খবর,৯ জুলাইঃ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ভয়াবহ ধ্বংসলীলা অমরনাথে।মন্দিরের গুহার সামনে এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনো ১৬ জনের মৃত্যু হয়েছে, অন্তত ৪০জনের ও বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হটাৎ প্রবল বৃষ্টিতে তীর্থযাত্রীদের অনন্ত ২৫টি তাঁবু ও তিনটি লঙ্গরখানা জলের তোড়ে ভেসে যায়।তাঁদের সন্ধানে চলছে তল্লাশি।তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন আইটিবিপি-র এক মুখপাত্র।

সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজ চালাচ্ছে NDRF।ঝুঁকির কথা মাথায় রেখে এই এলাকায় অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

কারণ, এই এলাকা জলে ডুবে গিয়েছে। করোনা মহামারীর কারণে গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ তীর্থযাত্রা। এরপর গত ৩০ জুন এই যাত্রা শুরু হয়েছে। এখনও পর্যন্ত লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন।