অবতক খবর,৪ ডিসেম্বরঃ সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির মৃত হিন্দু পরিযায়ী শ্রমিকের রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পর্ন করল মুসলিম ব্যক্তিরা।এমনি সাম্প্রদায়িক সম্প্রতির সাক্ষী মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর মুসলিমপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অসিম মাঝি(৩০)। পরিবারের আর্থিক অনটন মেটাতে কয়েকমাস আগে রাজস্থানে শ্রমিকের কাজে যায় যুবক।সেখানেই তিনি অসুস্থ হয়ে পরেন।

পরবর্তীতে পরিবারের কথা মত গ্রামের বাড়ি ফিরে আসেন ওই যুবক।সেই মত আর্থিক অনটনের মধ্যেও এলাকাবাসীর সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য দিল্লী নিয়ে যান পরিবারের লোকজন।গত বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অসিমের।মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নার ভেঙ্গে পরেন পরিবার পরিজনেরা। তবে মায়ের শেষ ইচ্ছে মৃত ছেলের একবার মুখ দেখার।কেমন করে দিল্লী থেকে গ্রামের বাড়ি মানিকচকের লস্করপুর মুসলিমপাড়া আসবে মৃতদেহ। কী করে পূরন হবে মায়ের ইচ্ছা। মৃত যুবকের বাবার এযেন মাথায় ভেঙ্গে পরে আকাশ গরিব অসহায় মৃত যুবকের বাবা নথুরাম মাঝির।খবর পেয়ে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার মুসলিম ভাইরা।তাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায় শুক্রবার রাতে যুবকের মৃতদেহ গ্রামের বাড়ি আসে। মায়ের ইচ্ছা পূরন হয় পাশাপাশি রীতিমতো হিন্দু রীতিনীতি মেনে যুবকের শেষকৃত্য সম্পর্ন করেন এলাকার মুসলিম ভাইরা।এই সাম্প্রদায়িক সম্প্রতির অরন্য নজির গড়লেন হিন্দু মুসলিম উভয়ের মিলনে।