অবতক খবর,২৬ মেঃ ভগবানগোলা ব্লক ২ বিডিও অফিসের লেটার হেড , বিডিও অফিসের শিল ডুপ্লিকেট তৈরি করে স্টেট ব্যাঙ্কে চিঠি দিয়ে মৃত এক ছাত্রীর কন্যাশ্রী টাকা তোলার অভিযোগে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ । ওই ব্যক্তির নাম মাজরুল ইসলাম বাড়ি রানিতলা থানার অন্তর্গত হাসানপুর গ্রামে । ভগবানগোলা ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোঃ ওয়ারশিদ খান বলেন জুলেখা খাতুন নামে এক মৃত ছাত্রীর বাবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাহাদুরপুর ব্রাঞ্চে গিয়ে ভিডিও অফিসের লেটার হেডে লেখা চিঠি জমা দেন ব্রাঞ্চ ম্যানেজারকে । ঐ চিঠিতে মৃত ছাত্রীর কন্যাশ্রীর টাকা দেওয়ার কথা বলা হয়। তারপরেই ব্রাঞ্চ ম্যানেজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ফোন করেন এবং তিনি সমস্ত কথা বললে সঙ্গে সঙ্গে মৃত ছাত্রীর বাবাকে বিডিও অফিসে ডাকেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক । তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন মাজুল ইসলাম তাকে এই চিঠি দিয়েছেন। তারপরে খবর দেওয়া হয় রানিতলা থানায় । অভিযুক্ত মাজরুল ইসলাম কে গ্রেপ্তার করে রানিতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে ৪৬৮ , ৪৭১ , ৪২০ , ও ৩৪ নম্বর আইপিসি ধারায় কেস করা হয়েছে । অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জাজয়ে লালবাগ কোর্টে পাঠিয়েছে রানিতলা থানার পুলিশ ।