অবতক খবর,১০ এপ্রিল: আজ কাঁচরাপাড়া জোড়ামন্দির তৃণমূল কংগ্রেস ভবনের সামনে ১০ নম্বর ওয়ার্ড পৌর পার্ষদ শম্ভুনাথ বসুর নেতৃত্বে পেট্রোল, ডিজেল,কেরোসিন ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতীকী প্রতিবাদ সংগঠিত হয়।

সেখানে প্রতিটি কর্মী তাদের দুচাকার গাড়িগুলিতে সেল বোর্ড লাগিয়ে প্রতিবাদে অভিনবত্ব আনেন, যার জন্য পথ চলতি মানুষজন ভিড় জমিয়ে দেন। মহিলা কর্মীরা তাদের ক্ষোভ উগরে দেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে।

প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা ও পৌরপিতা শম্ভুনাথ বোস তাঁর জোরালো বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “মমতা ব্যানার্জি সদ্য সমাপ্ত নির্বাচনগুলির আগে সতর্ক করেছিলেন,বিজেপি নির্বাচনের পরেই তেলের দাম বৃদ্ধিসহ আরও অনেক জনবিরোধী আঘাত নামিয়ে আনবে জনগণের উপরে।আমরা আজ তাাঁর কথার সত্যতা মর্মে মর্মে উপলব্ধি করছি আজ।”

তিনি বলেন, “আমাদের আন্দোলন চলবে।স্বাধীনতার জন্য বাংলার মানুষ নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন। আজ অর্থনৈতিক স্বাধীনতার লড়াইও বাংলাই করে যাবে দিদির নেতৃত্বে।”