অবতক খবর , উত্তর দিনাজপুর :     মুসলমান মানেই সন্ত্রাস। এই বার্তা ভারতবর্ষের জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে গোলমালের চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা বিভিন্ন ধর্মের মানুষ জনের সঙ্গে ভাব ভালোবাসা রেখে কাজ করতে চাই। এই বার্তাই দিতে চাই আমরা। মঙ্গলবার ইসলামপুর ইসমাইল চক এলাকায় জামিয়তে উলেমা হিন্দ এর একটি কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই জানান সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি বলেন, উত্তর দিনাজপুর মুসলিম অধ্যুষিত এলাকা। এই জেলায় এক লক্ষ সদস্য সংগ্রহের একটা পরিকল্পনা রয়েছে তাদের। সেই কাজ কতটা এগিয়েছে তারই একটা পর্যালোচনা করতে এখানে আসা। সংগঠনের সদস্যদের তিনি সতর্ক করে বলেন, এনআরসি বিষয়ে কেন্দ্র এখন চুপচাপ ।।তাই এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন ।

মাদ্রাসা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, পরিকাঠামো তৈরি ছাড়া মাদ্রাসা খোলা যাচ্ছে না। সেখানে দূরত্ব এবং স্বাস্থ্যবিধি সহ সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে হবে । কারণ একাধিক মাদ্রাসা আবাসিক রয়েছে। এই পরিকাঠামো তৈরি করতে যথেষ্ট সময় লাগবে। তবে ক্লাস না খুললেও ভর্তি প্রক্রিয়া চলছে।