অবতক খবর,৩ অক্টোবর: বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করলেন সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম৷ ওনার প্রাপ্ত ভোট ৯৬১২০। দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থীর থেকে প্রাপ্ত ভোটের ব্যবধান ২৬১১১। এই জয়কে সম্পূর্ণ ভাবে তিনি সাধারন মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বক্তব্যের মধ্য দিয়ে জানালেন সাধারন মানুষ টাকার প্রলোভনে না পড়ে উন্নয়নের দিকে তাকিয়ে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সামসেরগঞ্জে এ বছর ভোট পড়েছে ৭৯.৯২%। ২০১৬ সালের সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলামের প্রাপ্ত ভোট ছিল ৪৮,৩৮১ – ৩০.৪১%। পাশাপাশি অপর কেন্দ্র জঙ্গীপুর বিধানসভা কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করলেন জাকির হোসেন। ওনার প্রাপ্ত ভোট ১৩৫৯৮৫। দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে প্রাপ্ত ভোটের ব্যবধান ৯২,৩৬৫। জয়ের প্রসঙ্গে জাকির হোসেন জানান, এ জয় সকলের জয়। জঙ্গীপুর বাসী যে যেখানেই ভোট দিক না কেন সকলকে তিনি শুভেচ্ছা জানালেন ওনার এই জয়কে সফল করতে। তিনি মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানালেন। জঙ্গীপুরে এ বছর ভোট পড়েছে ৭৭.৬৩%। ২০১৬ সালের জঙ্গীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের প্রাপ্ত ভোট ছিল ৬৬,৮৬৯ – ৩৭.২৩%। সাধারন নির্বাচনে আজ দুটি আসন তৃণমূল কংগ্রেস লাভ করল। মুর্শিদাবাদে বিধানসভার আসন সংখ্যা ২২ টি। মে মাসের নির্বাচনের পর আসন দুটি আসন পেয়ে তৃনমুলের ২০ টি আসন হল। মুর্শিদাবাদে কংগ্রেসের দূর্গ নিশ্চিন্ন করে আজ ঘাস ফুলের ঘনঘটা ছেয়ে গেল।