অবতক খবর,৩১ জুলাই: শনিবার বহরমপুর জেলা পুলিশ প্যারেড গাউন্ডে জেলার বিভিন্ন থানা এলাকার প্রবীন নাগরিকদের নিয়ে এসে টিকাকরণ করা হয়। এদিন জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকার পুলিশ কর্মীরা তাদের গাড়িতে করে বহরমপুর নিয়ে এসে টিকাকরণ দেওয়ার ব্যবস্থা করেন। এই কর্মসূচীতে মোট ১২০ জন প্রবীন নাগরিককে টিকাকরণ করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মুর্শিদাবাদ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টিকা নিতে আসা প্রবীণ নাগরিকেরা।