অবতক খবর,৫ আগস্ট: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পমিয়া মোড়ের কাছে ভয়াবহ অ্যাক্সিডেন্টে প্রাণ হারালেন চারজন।

সূত্রের খবর, প্রতিদিনের মতো পমিয়া গ্ৰাম থেকে বহরমপুরের দিকে লেবারের কাজে যাওয়ার জন্য ছোট ডিআই গাড়িতে উঠছিলেন এবং পেছন দিক থেকে আরেকটি বুলেরো পিকাপ গাড়ি ওই দাঁড়িয়ে থাকা গাড়ির ড্রাইভার সহ মোট ৫ জনকে ধাক্কা মেরে চলে যায়।

তিনজন ঘটনাস্থলেই মারা যায়। গাড়ির ড্রাইভারকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে চিকিৎসা চলাকালীন মারা যান, এছাড়াও একজন মহিলা আহত হন।
গাড়ির ড্রাইভার ও গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এই নিয়ে স্থানীয়রা জাতীয় সড়ক এনএইচ-৩৪ প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
অবশেষে স্থানীয় বিধায়ক এসে তাদেরকে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।