অবতক খবর,১৯ ডিসেম্বর: মুর্শিদাবাদে সহজপাঠ এর উদ্যোগে লালবাগ বান্ধব সমিতি তে আজ থেকে শুরু হয়েছে আর্ট প্রদর্শনী। এই প্রদর্শনী আগামীকাল পর্যন্ত থাকবে।এই প্রদর্শনীতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন শিল্পী তাদের আঁকা ছবি প্রদর্শন করেছেন। এছাড়া ডেটল সাবান দিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তি তৈরি করেছেন এক শিল্পী।

আজ এই আট প্রদর্শনীর ফিতে কেটে উদ্বোধন করেন বান্ধব সমিতির সম্পাদক শ্রী তপন সিংহ রায়, তারপরে প্রদীপ প্রজ্জ্বলন করেন আগত বিশিষ্ট অতিথি বৃন্দ। এখান থেকে শিল্পীরা এবং সহজ পাঠের সভাপতি আওয়াজ তোলেন যে এই শহরে অনেক চিত্রশিল্পী আছে কিন্তু তারা তাদের হাতের আঁকা ছবি এই শহরে প্রদর্শন করতে পারে না।

কারণ লালবাগ শহরে কোন আর্ট গ্যালারি নাই, তারা বলেন যে আমরা মুর্শিদাবাদ পৌরসভা এবং মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয়কে এখানে আর্ট গ্যালারি স্থাপন করার জন্য অনুরোধ করেছি কিন্তু এখনো তার কোনো হেলদোল নেই। পাশাপাশি লালগোলার মতো জায়গায় আর্ট গ্যালারি আছে কিন্তু আমার এই শহরে এখনো পর্যন্ত কোন গ্যালারি স্থাপন করা হয়নি। জানা নাই আদৌ এই শহরে আর্ট গ্যালারি হবে কিনা? সময় বলবে।