মুর্শিদাবাদে বাইক ও টাটা ২০৭-এর মুখোমুখি সংঘর্ষে মৃত এক, জখম দুই

অবতক খবর,২৯ নভেম্বর : বাইক ও টাটা ২০৭-এর মুখোমুখি সংঘর্ষে মৃত এক গুরুতর জখম দুই। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নটা নাগাদ মুর্শিদাবাদের ইসলামপুর থানার সেনপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে তিনজন ছিল।তারা আসছিল শেখপাড়া থেকে ইসলামপুরের দিকে আর উল্টো দিক থেকে টাটা ২০৭ ভ্যানটি যাচ্ছিল।দুটো গাড়িরই গতিবেগ ছিল অতিরিক্ত মাত্রায় যার ফলে গাড়ি দুটি সামনাসামনি চলে আসলে কেউই নিয়ন্ত্রণ রাখতে পারেনি। অতঃপর বাইক ও টাটা ২০৭-এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় বাইক চালক। বাইকে থাকা আরো দুজন ছিটকে পড়ে রাস্তায়, তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে যায় এবং ইসলামপুর থানায় খবর দেয়, তড়িঘড়ি ইসলামপুর থানার পুলিশ পৌঁছে আহত ২জনকে ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার ওই বাইক চালক শামীম শেখ, বয়স ৩০-এর ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে, বাকি দুজন শাহীন শেখ ও মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পুলিশ সূত্রে জানা যায় বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল। তাই নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা। টাটা ২০৭-এর ড্রাইভার পলাতক, এবং তার গাড়িটিকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে এসেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি ও জখম দুই ব্যক্তি একই পরিবারের। তাদের বাড়ি ইসলামপুর থানার বালুমাটি গ্রামে। টাটা ২০৭-গাড়ির ড্রাইভার এর খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।