অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- বর্ধমান শহরের জিটি রোডের দু’পাশে দু’টি পুজোর উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। জিটি রোডের ধারে বড়নীলপুর মোড়ে লাল্টু স্মৃতি সংঘ ও ছিন্নমস্তা মন্দিরের পাশে সবুজ সংঘের পুজোর উদ্ধোধন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।

সবুজ সংঘের পুজোর ভার্চ্যুয়াল উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী ও পুলিশসুপার ভাস্কর মুখার্জী। জেলাশাসক বলেন আজকের এই উদ্ধোধনের মধ্যে দিয়েই গোটা জেলায় দুর্গা উৎসবের সূচনা হল।জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী বলেন পুজোর আয়োজনে আইন শৃঙ্খলা নিয়ে প্রশাসন পুরোপুরি তৈরি হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই যাতে দর্শনার্থীরা মণ্ডপে যেতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে। এদিন মেমারির সারদাপল্লী আনন্দপল্লী পুজো কমিটির পুজোও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্ধোধন করেন।

উদ্ধোধন হয় বড়শুলের জাগরনী ক্লাবের পুজো।এছাড়া জেলার কালনার দু’টি পুজো পুরাতন বাসস্ট্যাণ্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতির পুজো ও নসরতপুর ইন্দ্রপল্লী বারোয়ারী পুজোর উদ্ধোধন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়েই।
কাটোয়ার নবদয় সার্বজনীন পুজোর উদ্ধোধন হয়।