অবতক খবর,৩ এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন। করোনা মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার। কিন্তু এই লকডাউনে বিপদে পড়েছেন দরিদ্র, অসহায়,দিন আনা দিন খাওয়া মানুষ।‌ কিন্তু তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন বিভিন্ন দলীয় কর্মীরা। ঠিক সেই রকমই কাঁচরাপাড়ার তৃণমূল নেতা দিলীপ ঘোষ লকডাউনের দিন থেকেই প্রতিদিন চাল, ডাল, আলু, বিস্কুট বিতরণ করছেন দরিদ্র অসহায়দের মধ্যে। তিনি প্রায় ৫০ কেজি চাল,১৮ বস্তা আলু,৯ বস্তা ডাল এবং বিস্কুটের প্যাকেট আজ পর্যন্ত বিলি করেছেন। এর পাশাপাশি তিনি আজ ওয়েষ্ট‌ বেঙ্গল রিলিফ ফান্ডে ১৫ হাজার টাকা করোনা মোকাবিলায় দান করেন। এ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, ‘আমি যা করেছি তা মানুষ হয়ে মানুষের জন্য। আমি আমার দায় ও দায়বদ্ধতা থেকেই এই কাজ করেছি। এখন দেশের দুর্দিন, সুতরাং মানুষ মানুষের পাশে দাঁড়াবে,এটাই কাম্য।’