অবতক খবর,২৮ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জলস্বপ্ন নিয়ে একটি সেমিনারের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বালুরঘাটের বালুছায়া সভাগৃহে এই সেমিনারটি আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক আয়েশা রানি এ, দক্ষিণ দিনাজপুর জেলা সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামীণ এলাকা গুলিতে তিন লাখেরও বেশি বাড়িতে পরিস্রুত জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে 2022 সালের মধ্যে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । আর সেই কারণেই আজ এই সেমিনারের আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।