অবতক খবর,৫ জুলাইঃ মুখ্যমন্ত্রীর প্যাডে মুখ্যমন্ত্রীর সই করা নকল চিঠি ঘিরে চাঞ্চল্য শ্যামনগরের ৬৬৭ নম্বর রেশন শপে। অভিযোগ ৬৬৭ নম্বর রেশন দোকান মালিক দেবাশীষ ব্যানার্জীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে কাছে একটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা ডিয়ার গৌতম তুমি এই রেশন দোকান দুটি দেখো, ইমিডিয়েট সাসপেন্ড করো। এই চিঠি পাওয়ার পর রেশন ডিলার দেবাশীষ ব্যানার্জীর ঘুম ছুটে যায়। গত মাসের ২৮ তারিখ দোকানে আসে ভিজিলেন্স দপ্তরের লোকজন।

তবে রেশন ডিলার সংবাদমাধ্যমে ক্যামেরায় কিছু না বললেও তিনি বলেন এভাবে বিভ্রান্তি তৈরি করে তাকে ফাঁসাতে চাইছে।

এই প্রসঙ্গে স্থানীয় পৌরপিতা সুখেশ বিশ্বাস জানালেন মমতা ব্যানার্জির প্যাডে তার সই নকল করে কেউ বা কারা রেশন দোকান মালিককে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ নবান্নোর চিঠি পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে যেটা কোনোভাবেই সম্ভব নয়। মমতা ব্যানার্জির প্যাড ও সই নকল করা গুরুতর অপরাধ। ঘটনার সমস্ত বিষয়টির তদন্ত করবে পুলিশ প্রশাসন।