অবতক খবর,৬ জুলাইঃ শনিবার রাতের ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তোরজোর শুরু হয় নবান্নে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা ১৭ জন পুলিশ কর্তাকে সরানো হয়। ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার রাতেই ডিজি মনোজ মালব্যকে নিয়ে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত দেখভালের দায়িত্বে আনা হচ্ছে আইপিএস অফিসার মনোজ ভার্মাকে। বর্তমানে ব্যারাকপুর কমিশনারের পদে রয়েছেন তিনি। এদিন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।