অবতক খবর , আজিম সেখ, বীরভূম :- করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো আই সি ডি এস কর্মী বিনা মুর্মু তার দুই মাসের বেতনের ১৩ হাজার ৫০০শত টাকা মূখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন । বীরভূম জেলা প্রশাসনের হাতে। প্রশাসনের পক্ষে এই চেক গ্রহণ করেন মৌমিতা গদারা। এই অনুদান বিনা মুর্মু বর্তমান পরিস্থিতির পাশাপাশি গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন।

বিনা মুর্মু জানান মানুষের কিছুটা হলেও খাদ্যসংকট মেটানোর জন্য আমি আজ চেকের মাধ্যমে এই টাকা দান করলাম মন্ত্রীর রিলিফ ফান্ডে। সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো,আজ সমাজের সার্বিক বিপদের দিনে আমি আমার সাধ্যমতো সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম , আমার এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হবো।

পাশাপাশি তিনি তার স্বামী করিবুলে হাসানকে ও ধন্যবাদ জানান তাঁর এই উদ্যোগ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
এর আগে ও কারিবুল হাসান এলাকার বিভিন্ন গরীব দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি শুধু লক ডাউনেই নয়। গরীব দুঃস্থ অসহায়দের পাশে আমি সবসময় থাকেন।