অবতক খবর,১২ মেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার দরবার করার পর শুক্রবার থেকে রাজ্যে চালু হল ডেথ এন্ড বার্থ প্রোটাল। দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গে ডেথ এন্ড বার্থ প্রোটাল বন্ধ থাকার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছিল আপামর রাজ্যবাসীকে এই ভোগান্তির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কান্দির বিধায়ক অপূর্ব সরকার মালদার প্রসনিক বৈঠকে জানান, মালদার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার দরবার করার 15 দিনের মধ্যে রাজ্যে ফের চালু করা হল ডেথ এন্ড বার্থ প্রোটাল। সারা রাজ্যের পাশাপাশি এই প্রোটাল কান্দি পৌরসভায় শুক্রবার থেকে চালু করার হল বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, রাজ্যে ডেথ এন্ড বার্থ প্রোটাল চালু হবার ফলে সাধারণ মানুষ খুব সহজেই অন্তর্জালের মাধ্যমে জন্ম এবং মৃত্যু শংসাপত্র পেয়ে যাবেন বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক।