অবতক খবর,১৮ জানুয়ারি,বসিরহাট: করোনার বাড়বাড়ন্ত রুখতে সপ্তাহে দুদিন করে ১৮ থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দেগঙ্গা থানার পুলিশ প্রশাসন।

তারই প্রস্তুতি নিয়ে এদিন দেগঙ্গা থানার এস ডি পি ও সৌমজিৎ গুহ, আই সি অজয় কুমার ও দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ দের নেতৃত্বে বেড়াচাঁপা বাজারে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছিলো।

আগামীকাল ১৮ই জানুয়ারি মঙ্গলবার দেগঙ্গা ব্লকে প্রথম লক ডাউনের দিন। তার আগে সোমবার বিকেলে মানুষকে সচেতন করতে পথে নেমেছিল দেগঙ্গা পুলিশ প্রশাসন।

ঠিক সেই সময় এক পুলিশ কর্মী ও রাজ্যের এক মন্ত্রীর দেহরক্ষী হাফিজুল রহমান তিনি এদিন মেয়েকে নিয়ে বেড়াচাঁপা বাদুড়িয়া রাস্তায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসেন।

এরপর বাদুড়িয়া রাস্তার মোড়ে তাঁকে মুখে মাস্ক হীন অবস্থায় ধরেন দেগঙ্গা থানার আই সি। জানা জায় হাফিজুর রহমান নামের ওই পুলিশকর্মী দেগঙ্গা থানার আইসির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যান। তখনই তাকে টানতে টানতে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। পরে হাফিজুর রহমান নামে ওই পুলিশকর্মীর আসল পরিচয় জানা যায়।