অবতক খবর,সংবাদদাতা,চাঁচল,২৮মে:: শিশুরা যেন অপুষ্টিজনিত কারনে না ভোগে এবং স্বাস্থ‍্যের কথা মাথায় রেখে মাতৃদুগ্ধ ছাড়ার পড়েই পৌষ্টিক আহার নিয়ে অন্নপ্রাশনের আয়োজন করল শিশুআলয় কেন্দ্র। মালদহের চাঁচল-১ নং ব্লকের রায়পাড়া মডেল শিশু আলয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাকজমক ভাবে খুদেদের উপস্থিতিতে ১ বছরের নীচে পাঁচ শিশুকে প্রদীপ প্রজ্জলনের মধ‍্য দিয়ে মুখে ভাত দিল শিশু আলয় কর্তৃপক্ষ।

পাতে রয়েছে ফল, ডিম, দুধ থেকে শুরু করে অন্যান্য পুষ্টি যুক্ত খাবার। মায়ের কোলে বসে রয়েছে নবজাতক শিশু। ধান, দূর্বা দিয়ে কপালে চন্দনের ফোটা একে মুখে তুলে দেওয়া হল ভাত। এমনই ঘটা করে পাঁচটি নবজাতকের অন্নপ্রাশন অনুষ্ঠান সারলো শিশু আলয়। চাঁচলের রায়পাড়া মডেল শিশু আলয় এই অভিনব অন্নপ্রাশনের আয়োজন করা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসে এই পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে। এ বিষয়ে ওই কেন্দ্রের আইসিডিএস কর্মীর শ্রাবণী চৌধুরী বলেন, শিশু সুস্বাস্থ‍্য বজায় রাখতে কি করনীয়,কি কি খাওয়ার খাওয়ানো উচিত,সেই নিয়ে মা দের কাছে তুলে ধরা হয়।