কোনো সাড়াশব্দ নেই, সবাই ভাবলেশহীন।
বন্ধ হয়ে গেল নফর চাঁদ জুট মিল
কিছুই বুঝিনা,
না বুঝি শাসক, না বুঝি রাজনৈতিক দল।
তুমি নির্বোধ লেখক,
অক্ষর সাজাও নিষ্ফল!

মিল গেটে তালা
তমাল সাহা

হেমন্তের প্রহরে পাতা ঝরে
কুয়াশায় ঘিরে আছে চারিদিক
জুটমিলের শ্রমিকরা
পায়না খুঁজে কোনো দিশা
কোন দিকে যাবে সঠিক!

ভাগীরথী তীর
বয়ে চলে শীতল সমীর—
সাড়ে চার হাজার শ্রমিকের পেটে খিল
নফর চাঁদ জুট মিলের গেটে পড়ল তালা।
তোমরা বুদ্ধিজীবী চুপ করে কেন
এখন যদি আমি গাল দিয়ে বলি–
জ্ঞান তো খুব মারিস,
ভাগ হিয়াসে, ধুস শালা!

পেট ভর্তি ভাত খেয়ে দারিদ্র্য লেখো
জিতে নাও সেরা পুরস্কার নোবেল।
আমাদের চেয়ে গরিবি কে বোঝে বেশি
এদিকে তো আমাদের লাইফ হেল!