পুজোর আগে শেষ রবিবার ১৮ অক্টোবর ছিল কলকাতায় উপচে পড়া ভিড়। দেখুন সল্ট লেকের এক পুজো মণ্ডপ এবং নিউ মার্কেট অঞ্চল।
এই করোনা সংক্রমণ রোধিবে কে?
কোথায় মাস্ক, কোথায় স্যানিটাইজার? কোথায় মহামান্য উচ্চ আদালত!!??

মিলন তীর্থ
তমাল সাহা

হে বিদ্রোহী! তুমি বলেছিলে
উন্নত মম শির, শিখর হিমাদ্রির।
দেখো আজ জেগেছে জনজোয়ার
বাঙালি, কি জাগ্রত সোচ্চার বীর।

করোনায় প্রাণ দেবে বলিদান
সুনিশ্চিত, শপথ নিয়েছে স্থির।
করোনার ভয়ে ভীত নয়,
এই মাতৃকুল বঙ্গোপসাগরের তীর।
মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্বকে মেরেছে তুড়ি,
জন জাগরণে মিলনতীর্থ,
পাশাপাশি সব আশ্চর্য ভীড়!

জয়! জয়! শ্রী দুর্গা সহায়
মণ্ডপে মণ্ডপে বীরাঙ্গনা- বীর!