অবতক খবর, বারাকপুরঃ খড়দহ বন্দিপুর, মিলনি সংঘ ক্লাব প্রাঙ্গণের মাঠে গতকাল সামাজিক মেলবন্ধন ও দেবস্মিতা’স নৃত্যকলার যৌথ প্রয়াসে প্রথম বার্ষিক সাংস্কৃত সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতি অনুষ্ঠানটির প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন প্রাক্তণ ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক  সত্যজিৎ চ্যাটার্জি। উক্ত অনুষ্ঠানে সামাজিক মেলবন্ধনের মাধ্যমে ক্ষুধে পড়ুয়াদের অঙ্কন প্রতিযোগিতার সকল শিশুদের মধ্যে পেন ও খাতা বিতরণ করেন সত্যজিৎ বাবু।

এই সামাজিক মেলবন্ধনের তত্ত্বাবধনায় সম্পূর্ণ বিনামূল্যে ক্ষুধে থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের আঠেরো জন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে শিক্ষাদান চলে। এর সাথে “দেবস্মিতা’স নৃত্যকলার” মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নিত্য শেখানো হয়। উক্ত সংস্থার মূল কর্ণধার দেবস্মিতা ব্যানার্জি জানান এই যৌথ প্রয়াস এর মাধ্যমে বিনামূল্যে নৃত্য প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে এবং আগামী দিনে এই সামাজিক মেলবন্ধন ও দেবস্মিতা’স নৃত্যকলার মাধ্যমে সামগ্রিক দুঃস্থ অনাথদের পাশে থাকার অঙ্গীকার এর মাধ্যমে সরকারি সাহায্য পাওয়ার আশা প্রকাশ করেন। আগামী দিনে এই প্রয়াস চালিয়ে যাবার কথা জানান।