অবতক খবর,১৮ আগস্টঃ মিড-ডে মিলে পোকা অভিযোগে ব্যাপক উত্তেজনা সাগরপাড়ায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। জানাগেছে , সাগরপাড়া থানার বামনাবাদ পোল্লাগাড়ি কলোনির এক শিশু শিক্ষা কেন্দ্রে পোকা লাগা চাল , রান্না করে শিশুদের মিড-ডে মিলে খাওয়ানোর হচ্ছিল । এমনটাই অভিযোগ স্কুল ছাত্র-ছাত্রীর অভিভাবকদের। নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে মিড-ডে মিল চালানোর অভিযোগে , স্কুল ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এভাবে রান্না করে খাওয়ানোর কাজ। এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। পাশাপাশি তারা আরও বলেন ছাত্র-ছাত্রীদের জীবনের কোন মূল্য নাই এই স্কুল কর্তৃপক্ষের কাছে। ক্লাস ঘরেই গ্যাস সিলিন্ডারে মিড-ডে মিলের রান্না করে খাওয়ানো হচ্ছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে অভিযোগ পড়ুয়া পরিবারের। শুধু তাই নয় ঘরের ভিতরে বস্তা ভর্তি ভালো চাল রেখে। পোকা লাগা চাল দিয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে ছাত্র-ছাত্রীদের। পাশে রান্না ঘর থাকতেও ক্লাস ঘরে রান্না করা হয় বলে অভিযোগ অভিভাবকদের। আর এই অভিযোগেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা । দীর্ঘ সময় ধরেই চলতে থাকে তাদের বিক্ষোভ। যদিও ঘটনা এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে দেখা যায়নি।