অবতক খবর,২ নভেম্বরঃ শ্রীরামপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রিষড়া ফাতেমা গার্লস হাইস্কুলে কিছুদিন আগেই মিড ডে মিলের খাবার চুরি ঘটনা ঘটে।

সেই খাবার চুরির ঘটনায় অভিযুক্ত মহিলারা এখনো সেই স্কুলের মিড ডে মিলের খাবার রান্না করার কাজ করছে।

প্রশ্ন উঠছে এটাই যে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের খাবার চুরি করার ঘটনায় অভিযুক্তরা কেন শাস্তি পায় নি?

প্রশাসন কেন কোন ব্যবস্থা নেয় নি। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে। শ্রীরামপুর পৌরসভা কি তাহলে ঘুমিয়ে রয়েছে।

স্কুলের সভাপতি আকবর আলীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি এ ব্যাপারে কিছু মুখ খুলতে চাইনি।

তবে অভিযুক্ত মহিলাদের মধ্যে একজন মহিলা ক্যামেরার সামনে তিনি তার ভুল স্বীকার করলেন।

কিন্তু চুরির ঘটনার পরেও কেন তারা এখনো কর্মরত রয়েছে স্কুলে।

কেন তাদের কাজ থেকে অব্যাহতি দেয়নি?

কার মদদে তারা এখনো পর্যন্ত স্কুলে কাজ করছে?

স্থানীয় কাউন্সিলারই বা কেন চুপ করে রয়েছেন কিছু বলছেন না কেন।

তাহলে কি এর পিছনে কোন বড় মদত রয়েছে?

কোন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে তাই কি তাদের এখনো স্কুলের মিড ডে মিলের রান্নার কাজ করছেন তারা।

এই ঘটনা অভিযুক্ত সাদিয়া সহ আরও তিনজন।

কিছুদিন আগে স্কুলের চাল ডাল এবং ডিম চুরি করেছিল তারা সেই ঘটনায় তারা হাতেনাতে ধরা পড়েছিল।

ধরা পড়ার পর একটি ঝামেলা সৃষ্টি হয় কিন্তু তারপরে তাদের কাজ থেকে বার করে দেওয়া হয়নি।

স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুলের শিক্ষিকা ছাত্রীরা সবাই আড়ালে এই অভিযোগ করছেন কিন্তু ক্যামেরার সামনে কেউ বলতে চাইছে না।

তাহলে কি তাদের হুমকি দেয়া হয়েছে?

কেনই বা তারা বলছেন না ক্যামেরার সামনে, তারা আড়ালে কেন বলছে?

এই সকল অভিযুক্তদের মাথায় কার হাত রয়েছে? কে করাচ্ছে এইসব।

এবং কেন স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না? স্থানীয় প্রশাসন কবে এই সব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার।