অবতক খবর,১০ জানুয়ারিঃ মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারী উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবারে নিম্ন মানের সামগ্রী দেওয়ায় শিক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনার পর মঙ্গলবার স্কুল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের পরিচালন সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন অভিভাবকরা।অভিভাবকদের দাবি,দীর্ঘদিন ধরে কাতলামারী উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবারে পঁচা চাল,ডাল খাওয়ানো হচ্ছে। এমনকি পচা সবজিও রান্না করার অভিযোগ উঠছে স্থানীয় শিক্ষকদের বিরুদ্ধে।

আলু, ফুলকপি সহ অন্যান্য ভালো সবজি রান্না করা হয় না। পরিবর্তে নিম্ন মানের পঁচা সবজির তরকারি রান্না করে ছাত্র ছাত্রীদের খাওয়ানো হয় বলেও অভিযোগ উঠছে। কাতলামারী উচ্চ বিদ্যালয়ের আগের একজন শিক্ষক মিড-ডে মিলের ফান্ডের ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলেও বিষ্ফোরক অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শিক্ষকদের সঙ্গে অভিভাকদের বাকবিতন্ডা শুরু হয়। অভিভাবকদের দাবি,এই স্কুলে মিড ডে মিলের খাবারে উন্নত মানের চাল এবং সবজি রান্না করার ব্যবস্থা করতে হবে শিক্ষকদের। না হলে আমরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেবো।