মা/তমাল সাহা

মা সমন্ধে এর বেশি আমি কিছু জানিনা

মা গো, মা!
তোমার পদতলে রাখি আজ
সব জমা।

মা
তমাল সাহা

১)
পৃথিবীর পরম শব্দ মা
মা তাই পরমা।

মা যোগে
কোনো অপশব্দ হয় না–
ডাকতে ডাকতে হন্যে,ও মা!
আশ্চর্য হলে, ও মা!
অপরাধ থেকে মুক্তি?
শেষতম শব্দ ক্ষমা।

এই মাটিতে এইভাবে মা ছড়িয়ে যায়
সারেগামা—
মা…আ…আ…আ…

২)
তুমি যতই বলো
মেয়েরা কিশোরী যুবতী নারী
আসলে সব মেয়েরাই শেষ পর্যন্ত মা—
কাকিমা জেঠিমা মাসিমা পিসিমা দিদিমা ঠাকুমা।

রামকৃষ্ণ দেব দেখিয়ে গিয়েছেন
সহধর্মিনীও হতে পারে মা!

৩)
আজ অনেকে লিখেছে ওয়ালে
এখনও আদরে
‘মা আমাকে মারে’–
ওরে ভালো করে দেখ
প্রতিটি শব্দেই মা বসে আছে।
দেখেছিস কী তুই
নাকি আছিস চোখে ঠুলি পরে?

বাংলা ভাষায়
মা-এর অনুপ্রাস দেখো—
মা রে মারে আমারে!
কে?
মা মারে আমারে!

৪)
মা দূরে বসে নেই
এইতো মাদুরে বসে আছে!
মা নিয়ে আমি বসে আছি খেলাঘরে।

৫)
সরগমে সাধো সুর সারেগামা…
পৃথিবীর বর্ণমালায়
এক অক্ষরের শ্রেষ্ঠতম শব্দটি হল ‘মা’!

৬)
গর্ভাধার থেকে বেরোনোর সময় মায়ের চিৎকারের আনন্দ–আ…
আর বেরিয়েই আমার চিৎকার
আও,আও,ওয়া…

কোথায় মাতৃযন্ত্রণা!
আমাকে তুলে নিয়ে মা দিলো একটা চুমু
কত কষ্টে আঁধারে ছিলি
তমসা থেকে বেরিয়ে এলি
তুই আমার তমু!

এই চুমুই প্রথম প্রেম প্রথম ভালবাসা
এর জন্যই ধরিত্রীতে আসা।