অবতক খবর,৬ ডিসেম্বর,ইসলামপুর: অবশেষে রাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প মা ক্যান্টিন খুলে গেল ইসলামপুরেও। দু:স্থ ও অসহায় মানুষরা যাতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভরপেট পুষ্টিকর খাবার খেতে পারেন তার জন্যই খুলে গেল এই ব্যবস্থা। সোমবার ইসলামপুর বাস টার্মিনাসে এই কর্মসূচির তদারকিতে ছিলেন পৌর প্রশাসক মানিক দত্ত সহ অন্যান্যরা। পৌর প্রশাসক জানান, ভারতবর্ষে মাত্র পাঁচ টাকার বিনিময়ে এরকম আর কোথাও সরকারি ভাবে খাবারের বন্দোবস্ত আছে কিনা তা তার জানা নেই।

যারা বিভিন্ন গ্রাম থেকে শহরে শ্রমিকের কাজ করতে আসেন কিংবা আসেন চিকিৎসা করাতে তাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য এটি একটি আদর্শ ঠিকানা। মাত্র পাঁচ টাকার বিনিময়ে তারা ডিম, সবজি, তরকারি সহ ভাত খেতে পারবেন পেটপুরে। প্রতিদিন দুইশ লোকের খাবারের ব্যবস্থা থাকবে। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। সকাল নটার মধ্যে যারা কুপন নেবেন তাদের জন্যই এ ব্যবস্থা থাকবে দুপুরে ।এই প্রথম সরকারি উদ্যোগে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভরপেট খেতে পেয়ে খুশি অনেকেই।