অবতক খবর , লালবাগ , মুর্শিদাবাদ :-  দেশজুড়ে করোনার আতঙ্কে কাবু সকলে , দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা , অবস্থা শোচনীয় , তাই সোশ্যাল ডিস্টেন্স ও লকডাউনের নিদান দিয়েছে , সরকার বাহাদুর। তবে লাখ চেষ্টা করেও আয়ত্তে আসছে না করোনা , অন্যদিকে করোনা জেরে বন্ধ স্কুল-কলেজ , বন্ধ পড়াশোনা। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকায় , অনলাইন ক্লাস শুরু করেছে , স্কুল এবং কলেজ গুলিতে। তবে এই পড়াশোনায় বড়রা যদিও , অনলাইনে পড়াশোনা করছে , ছোটদের অনলাইন পড়াশোনা একটি খেলায় পরিণত হয়েছে। ক্লাসের নামে সর্বক্ষণ হইচই , স্যার , ম্যাডাম , হ্যালো , ব্যাস সময় শেষ, তবে এর মধ্যে আর কদিন পর , মায়ের আগমন , পুজোর গন্ধ ছড়াতে শুরু করেছে , কয়েক জায়গায় শুরু হয়েছে খুঁটি পুজো , তাই মন কে ধরে রাখতে পারছেনা শিশুরা।

শিশুমনে মা এর আগমনের প্রতিবিম্ব তৈরী হচ্ছে। এর মধ্যে কেউ ব্যাস্ত কাগজ কেটে মায়ের ছবি তৈরী করতে। জোর কদমে চলছে , চক বাজারের রণজয় সাহার রং দিয়ে মায়ের ছবি তৈরী এবং মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরির কাজ । বিভিন্ন বাড়িতে শিশুদের একই ছবি , খেলা , খেলা , আর খেলা , তবে খেলার মাঠ বন্ধ , তাই এই খেলা এখন মাটি , রঙ তুলি ,কাগজ , পেন্সিল দিয়ে। তবে রণজয় এখন খুব ব্যাস্ত , তার কাগজের মা দূর্গার কাজ শেষের পথে ,  কিন্তু মাটির দুর্গার কাজ অনেকটা বাকি,তাই ওর ব্যাস্ততাও এখন বেশি। মা ,বাবা র কাছে বাইনা ও বেশি। বাবা বৈদ্যনাথ সাহা এই প্রতিবেদক কে বলেন ,কি করবো ? ছেলের ফরমাস শুনবো ,না দোকান দেখবো। বলার কিছু নাই। কারণ , ” মা আসছেন ” ।