নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি :    মাস্ক নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নামলো পুলিশ। করোনা সচেতনতা বাড়াতে ধুপগুড়ি থানার পক্ষ থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল মাস্ক।

করোনার বাড়বাড়ন্ত বাড়লেও একশ্রেণীর সাধারণ মানুষেরা মাস্ক ব্যবহার করছে না বলে অভিযোগ। দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। আর সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নামলো ধূপগুড়ি থানার পুলিশ।

শুক্রবার ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে ধূপগুড়ি সবজি বাজার সহ পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সকলকে মাস্ক পড়ে চলাচলের বার্তা দেওয়া হচ্ছে।পাশাপাশি ধূপগুড়ি থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে করোনার সচেতনতা অবলম্বন করে চলার বার্তা দেওয়া হচ্ছে।